Monthly Archives

August 2021

রাজনৈতিক

১৫ আগস্টের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসের নিষ্টুরতম_বিজন কুমার চন্দ

শোকাবহ ১৫ আগস্ট। জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দিন। জাতীয় শোক দিবস । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিন জাতি হারিয়েছে তার গর্ব, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ দিনে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তা আর ক্ষমতালিপ্সু কতিপয় রাজনীতিক। রাজনীতির সঙ্গে সামান্যতম সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু পরিবারের নারী-শিশুরাও সেদিন রেহাই পায়নি ঘৃণ্য কাপুরুষ এই ঘাতকচক্রের হাত থেকে। সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে আরও প্রাণ হারান তার সহধর্মিণী, তিন ছেলেসহ পরিবারের ১৮ জন সদস্য। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। জনমানস থেকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে ঘাতকরা ৪৫ বছর আগে যাকে হত্যা করেছিল, বাঙালির হৃদয়ে অবিনাশী হয়ে আছেন।

যারা শহীদ সেই কালরাতে: একাত্তরে পরাজিত শক্তি মুজিব দর্শন ও তার আদর্শে এতটাই ভীত ছিল যে, কাপুরুষোচিত আক্রমণ থেকে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরাও রেহাই পাননি।

  • স্বাধীন বাংলাদেশের স্থপতি ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    বঙ্গমাতা বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব।  বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল।
    *বঙ্গবন্ধুর ছেলে শেখ জামাল।
    *বঙ্গবন্ধুর ছেলে নিষ্পাপ শিশু শেখ রাসেল।
    *বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামাল।
    *বঙ্গবন্ধুর পুত্রবধূ রোজী জামাল।
    *বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের।
    *বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি।
    *বঙ্গবন্ধুর ভাগনের অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি।
    *বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও কৃষিমন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত।
    *বঙ্গবন্ধুর ভগ্নিপতির কন্যা বেবী।
    *বঙ্গবন্ধুর ভগ্নিপতির পুত্র আরিফ সেরনিয়াবাত।
    *বঙ্গবন্ধুর ভগ্নিপতির নাতি সুকান্ত বাবু।
    *বঙ্গবন্ধুর ভগ্নিপতির বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত।
     *বঙ্গবন্ধুর ভগ্নিপতির আত্মীয় রেন্টু খান।
    *রাষ্ট্রপতির সামরিক সচিব কর্নেল জামিল আহমেদ।
    *এসবি অফিসার সিদ্দিকুর রহমান।
    *সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক।

ঘাতকদের মূল টার্গেট ছিল, তারা বঙ্গবন্ধুসহ তার পুরো পরিবার ও নিকটাত্মীয় কাউকেই পৃথিবীতে জীবিত রাখবে না। সে অনুযায়ী সেদিন ওই ঘাতকরা ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে হত্যার এক জঘন্য উল্লাসে মেতে উঠেছিল। হত্যা করেছিল বিভিন্ন ঘরে ও একাধিক বাড়ি থেকে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয়সহ মোট ২৬ জনকে।

১৯৭৫ সালের ১৫-ই আগষ্ট ভয়াল কালো রাত্রীতে নিহত বাঙলা – বাঙালী ও বাংলাদেশের সমার্থক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উনার পরিবার সহ নিহত সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

বিজন কুমার চন্দ
সাধারণ সম্পাদক
জামালপুর পৌর শাখা ও সদস্য জেলা আওয়ামী লীগ, জামালপুর।
No Comments