ভারতবর্ষ একটি বিশাল এবং বৈচিত্র্যপূর্ণ দেশ, যেখানে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান রয়েছে।
এখানে পাহাড়, সমুদ্র, মরুভূমি, ঐতিহাসিক স্থাপত্য, মন্দির, মসজিদ, গির্জা, এবং সবুজ চা বাগান সহ বিভিন্ন ধরণের স্থান রয়েছে, যা পর্যটকদের আকৃষ্ট করে।

ভারতে দর্শনীয় স্থানের অভাব নেই। এ কারণেই প্রতিবছর বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ভিড় করেন ভারতে।
আগ্রার তাজমহল, কাশ্মীর, হিমাচল প্রদেশ, গোয়া, সিকিম, দার্জিলিং, কেরালা, কর্ণাটক প্রভৃতি স্থান বিশ্বব্যাপী পরিচিত।

ব্যস্ত জীবনের মাঝে খানিক অবসরে ভ্রমণ চিত্তকে প্রশান্ত করে তোলে। একা লং ড্রাইভে ভ্রমণ করলে স্থিরতা আসে নিজের মধ্যে। সজীব, সতেজ অনুভূতি তৈরি হয়। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারতে কয়েকটি জায়গায় একা লং ড্রাইভে ভ্রমণ করার মতো।

ভারতের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোকে সংক্ষেপে দক্ষিণ ভারত হিসেবে পর্যটকরা চিনে থাকেন।
চেন্নাই থেকে পন্ডিচেরীর ১৫৬ কিলোমিটার পথ এখানে সুবিস্তৃত। কেউ চাইলে সহজেই একা ভ্রমণে বের হতে পারেন।

থিরুভানিমুর, ইসিআর ও কোভালম সমুদ্রসৈকত এখানকার জনপ্রিয় জায়গা।
ভারতের আসাম প্রদেশের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক।
উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতের বিভিন্ন স্থানের মধ্যে কাজিরাঙা ন্যাশনাল পার্কে লোকজনের ভিড় কম হয়।

এই পার্কেই আছে বিশ্বের সবচেয়ে বেশি এক শিংওয়ালা গন্ডার।
এর পাশাপাশি সেখানে আরও আছে হাতি, বাঘ, কালো চিতাবাঘ ও হাজারো প্রজাতির পাখি।
দেশের মধ্যে বেড়াতে যাওয়ার কথা উঠলে কাশ্মীর, সিমলা, তাজমহল, চারমিনার, গোয়া, মুন্নার কিংবা দার্জিলিং যাওয়ার প্ল্যানই বেশি জনপ্রিয়।

যদিও অফবিট-প্রেমীরা বরাবরই নতুন জায়গা খোঁজেন।
নিরিবিলিতে যাঁরা ঘুরতে ভালোবাসেন তাঁরাও অনন্য স্থানেই যেতে চান।

অ্যাডভেঞ্চার কিংবা ইতিহাসপ্রেমীদের আবার পছ্ন্দ অন্যধারা।
তা আপনি যে শ্রেণির ভ্রমণপ্রেমীই হোন না কেন, ভারতের দর্শনীয় স্থানগুলি আপনার ভালো লাগবে।

No Comments Found